Last Updated: Saturday, November 2, 2013, 10:47
ত্রিফলার পর গাড়ির তেল খরচের টাকা নয়ছয়। ফের কাঠগড়ায় কলকাতা পুরসভা। তিন মাসে হিসাব বর্হিভূত গাড়ির তেল খরচ এককোটি ৫০ লক্ষ টাকা। পুরসভার অডিট রিপোর্টেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। ত্রিফলার পর ফের তেল চুরির দুর্নীতি অস্বস্তি বাড়িয়েছে মেয়র থেকে পুর আধিকারিকদের।