Last Updated: Thursday, November 14, 2013, 11:37
স্কাই ইজ দ্য লিমিট ফর ইন্ডিয়ান উইমেন। ভারতীয় শিশুদের ভবিষ্যতের অঙ্গীকার। শিশুদিবসে গুগল ইন্ডিয়ার পেজে এইভাবেই ডুডলিং ওয়েলকাম জানাল ভারতীয় শিশুরা। ডুডল ফোর গুগলের পঞ্চম সংস্করণে ডুডলটি ডিজাইন করেছে গায়ত্রী কেতারমন নামে পুনের এক ছাত্রী।