Last Updated: Wednesday, October 3, 2012, 16:09
সোনিয়া গান্ধীর বিদেশ সফরের খরচ নিয়ে নরেন্দ্র মোদীর অভিযোগের জেরে কংগ্রেস-বিজেপি চাপান-উতোর যখন তুঙ্গে, তখনই মোদীর রাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে নাম না করে মোদীকে পরোক্ষে কটাক্ষ করলেন কংগ্রেস সভানেত্রী। মঙ্গলবার সৌরাষ্ট্রে নির্বাচনী সভায় তিনি বলেন, "কেউ কেউ অন্যের করে যাওয়া কাজকে নিজের বলে চালান এবং প্রশংসার দাবি করেন।" ব্যক্তিকেন্দ্রিক আক্রমণের পথে না গিয়ে সোনিয়া গান্ধী `ব্র্যান্ড মোদি`র ইমেজকেই সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।