Last Updated: Tuesday, September 3, 2013, 18:01
ধনেখালির বিডিওকে গ্রেফতার নির্দেশ দিলেন চুঁচুড়া আদালতের বিচারক। গুড়াপ হোমকাণ্ডে সাক্ষ্য দিতে গরহাজিরা হওয়ার জন্য মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে আদালত। গরহাজির সোশ্যাল ওয়েলফেয়ার অফিসারের। ২ জনকেই গ্রেফতারের নির্দেশ দিয়েছেন বিচারক।