Last Updated: Saturday, June 29, 2013, 20:26
উত্তরাখণ্ডে শেষ পর্যায়ে উদ্ধারকাজ। হেলিকপ্টারগুলিও ফিরতে শুরু করেছে নিজের নিজের ঘাঁটিতে। মেঘ কাটছে হিমাচলের আকাশে। চারদিকে যেন শ্মশানের নিস্তব্ধতা। মৃতদেহ পোড়ানোর গন্ধ। ১৬ তারিখ রাতে প্রকৃতির ভায়াল রূপ দেখেছে দেবভূমি। প্রলঙ্কর হড়কাবানে নিশ্চিন্ন হয়েছে একেধিক পাহাড়ি গ্রাম। প্রকৃতির রোশের মুখে টেকা ভার।