গোর্খা ল্যান্ড - Latest News on গোর্খা ল্যান্ড| Breaking News in Bengali on 24ghanta.com
পাহাড়ে পুলিসি হেনস্থার মুখে সাংবাদিকরা

পাহাড়ে পুলিসি হেনস্থার মুখে সাংবাদিকরা

Last Updated: Monday, August 12, 2013, 09:17

মোর্চা নেতাদের খোঁজে গিয়ে সাংবাদিকদের হেনস্থা করল পুলিস। রাতে দার্জিলিয়ের হোটেলে তল্লাশি চালায় পুলিস। অতিরিক্ত এসপি-র নেতৃত্বে চলে তল্লাশি। রাতে সাংবাদিকদের ঘরে ঢুকে পড়ে তাঁরা। চলে জিজ্ঞাসাবাদ। জেরা করা হয় হোটেল কতৃপক্ষকেও।ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে রাজনৈতিক মহল। সিপিআইএম নেতা জীবেশ সরকার বলেন, "ঘটনাটি অগণতান্ত্রিক। পাহড়ের শান্তি বজায় রাখতে রাজ্য সরকার ব্যবস্থা নিক।" সর্বদলীয় বৈঠকের পক্ষে সায় জানিয়েছেন এই সিপিআইএম নেতা।