গোয়েন্দা রিপোর্ট - Latest News on গোয়েন্দা রিপোর্ট| Breaking News in Bengali on 24ghanta.com
গোয়েন্দা রিপোর্টেও সিপিআইএম তকমা, আতঙ্কে কামদুনি

গোয়েন্দা রিপোর্টেও সিপিআইএম তকমা, আতঙ্কে কামদুনি

Last Updated: Saturday, June 29, 2013, 20:44

আতঙ্কের সাঁড়াশি চাপে থমথমে কামদুনি। নারকীয় অত্যাচারে গ্রামেরই মেয়ের খুন হওয়ার ঘটনায় নিরাপত্তার অভাব তো ছিলই। তার ওপর, প্রতিবাদ জানানোয় চটেছেন মুখ্যমন্ত্রী। জুটেছে মাওবাদী ও সিপিআইএম সমর্থকের তকমা। প্রতিবাদীদের সঙ্গে সিপিআইএমের যোগ থাকার কথা বলা হয়েছে গোয়েন্দা রিপোর্টেও। রয়েছে শাসক দলের শাসানিও। সবমিলিয়ে আতঙ্কের ত্রিফলা চাপে থমথমে কামদুনি। মুখ খোলা তো দূরের কথা, বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছেন গ্রামবাসীরা।