Last Updated: Saturday, February 16, 2013, 19:09
ভারত সফরটা যে কঠিন হতে চলেছে সেটা বুঝতে পারলেন মাইকেল ক্লার্কের দলের বোলাররা। ভারতীয় এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে অসি বোলারদের অনভিজ্ঞতাকে সামনে এনে দিলেন এমন দুজন, যারা এখন ফিরে আসার ল়ডাই চালাচ্ছেন। প্রথম জন গৌতম গম্ভীর। যিনি ১১২ রানের ঝাঁ চকচকে ইনিংস খেলে টেস্ট দল থেকে বাদ পড়ার `প্রতিবাদ`জানালেন। আর অন্যজন মনোজ তিওয়ারি। চোটের পর জাতীয় দলে ফিরে আসার যিনি মরিয়া চেষ্টা চালাচ্ছেন। মনোজ ৭৭ রান করে অপরাজিত আছেন। সব মিলিয়ে প্রত্যাবর্তকদের লড়াইয়ে অসি বোলিংকে দিশাহীন দেখাল। দুই প্রধান স্ট্রাইক বোলার মিচেল স্টার্ক আর পিটার সিডল কোনও উইকেটই পেলেন না।