Last Updated: Tuesday, March 26, 2013, 18:21
সিনেমা হলে গ্রামের দর্শক টানতে গ্রামাঞ্চলে এক পর্দার প্রেক্ষাগৃহ ও মিনিপ্লেক্স তৈরির প্রস্তাব করলেন পরিচালক গৌতম ঘোষ। সোমবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে গৌতম ঘোষ বলেন, "গ্রামের দর্শকরা শহরের মাল্টিপ্লেক্সে বেশি দাম দিয়ে টিকিট কিনে সিনেমা দেখতে পারেন না।