Last Updated: Thursday, June 20, 2013, 22:50
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত উত্তরাখণ্ড। গর্ভগৃহ ছাড়া নিশ্চিহ্ন প্রায় গোটা কেদারনাথ মন্দির চত্বর। কেদারনাথ যাত্রার প্রবেশপথ গৌরীকুণ্ডেরও কোনও অস্তিত্ব নেই। কিন্তু কেন এই বিপর্যয়? শুধুই কি মেঘভাঙা বর্ষণ? নাকি গোটা হিমালয়ের বাস্তুতন্ত্র বিপন্ন নাগরিক সভ্যতার হস্তক্ষেপে?