গ্যাব্রিয়েলা ইসলার - Latest News on গ্যাব্রিয়েলা ইসলার| Breaking News in Bengali on 24ghanta.com
২০১৩-র বিশ্বসুন্দরী ভেনেজুয়েলার গ্যাব্রিয়েলা

২০১৩-র বিশ্বসুন্দরী ভেনেজুয়েলার গ্যাব্রিয়েলা

Last Updated: Sunday, November 10, 2013, 13:06

বিশ্বসুন্দরীর মুকুট পরলেন ভেনেজুয়েলার গ্যাব্রিয়েলা ইসলার। ২৫ বছরের গ্যাব্রিয়েলা একটি টেলিভিশন চ্যানেলের উপস্থাপিকা। জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে তাঁর মাথায় হীরের ক্রাউন পরিয়ে দেন ২০১২-র বিশ্বসুন্দরী অলিভিয়া কালপো।  রাশিয়ার মস্কোয় এই প্রতিযোগীতায় অংশ নিয়েছিল ৮৬টি দেশ। চূড়ান্ত পর্বে ১৬ জনের মধ্যে থেকে গ্যাব্রিয়েলা ইসলারকে বেছে নেন বিচারকরা। ১৯৫২ সালে আমেরিকার পাম বিচে প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ৬১ বছরে এই প্রথম রাশিয়ায় অনুষ্ঠিত হল বিশ্বসুন্দরী প্রতিযোগীতা।