গ্রিসের অর্থসংকট - Latest News on গ্রিসের অর্থসংকট| Breaking News in Bengali on 24ghanta.com
গ্রিসের নতুন প্রধানমন্ত্রী পাপাডেমস

গ্রিসের নতুন প্রধানমন্ত্রী পাপাডেমস

Last Updated: Thursday, November 10, 2011, 19:48

গ্রিসের নতুন প্রধানমন্ত্রী হিসেবে লুকাস পাপাডেমসের নাম ঘোষিত হল। টানা চার দিনের দীর্ঘ আলোচনা এবং চাপান-উতোরের পর বৃহষ্পতিবার এথেন্সে যৌথ সরকারকে নেতৃত্ব দেবার জন্য ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের এই প্রাক্তন ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হয়।