Last Updated: Tuesday, October 30, 2012, 21:39
প্রথম ছবিতেই সেরা নবাগতার ফিল্মফেয়ার পুরস্কার। `ইশকিয়া`, `নো ওয়ান কিলড জেসিকা`, `কাহানি`তে দাপুটে অভিনয়। `ডার্টি পিকাচার`-এর জন্য জাতীয় পুরস্কার। গোটা ইন্ডাস্ট্রির কন্যারা যখন তাঁর দাপটে কেরিয়ার নিয়ে নার্ভাস হয়ে একেবারে নাকানি চোবানি খাচ্ছেন, তখন নাকি ভয় পাচ্ছেন স্বয়ং বিদ্যা বালন! এও নাকি সম্ভব।