Last Updated: Wednesday, June 26, 2013, 22:33
ঘাসের কোর্টে নক্ষত্র পতন অব্যাহত। সোমবার নাদালের পর এবার দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন গ্রাস কোর্টের রানি মারিয়া শারাপোভা। কোয়ালিফায়ার মাইকেল লার্কার দে ব্রিটোর কাছে স্ট্রেট সেটে হেরে এবারের উইম্বলডনকে বিদায় জানালেন ফরাসি ওপেন ফাইনালিস্ট মাশা।