Last Updated: Friday, September 28, 2012, 18:20
ফ্রান্সের অন্যতম সেরা ডেজার্ট চকোলেট মুজ। চকোলেট, ডিম ও ক্রিমের সঙ্গমে তৈরি মুজ মুখে দিলেই মিলিয়ে যায়। অন্যন্য ডেজার্টের তুলনায় হালকাও বেশ। বাড়িতে অতিথি এলে মেনকোর্সে ভারী কিছু বানালে ডেজার্টে রাখতেই পারেন হালকা মুজ। মেনকোর্সে দেশি খাবার থাকলে ডেজার্টে বিদেশি মুজ দিয়ে হয়ে যেতে পারে অসাধারণ এক ফিউশন ডিনার।