Last Updated: Monday, August 6, 2012, 19:21
টিউনিশিয়ার প্রতিপক্ষ মারুয়া রাহালিকে কোয়ার্টার ফাইনালে কার্যত উড়িয়ে দিয়ে লন্ডন অলিম্পিকে ভারতের চতুর্থ পদকটি নিশ্চিত করে ফেললেন ২৯ বছরের মাংতে চুংনেইজং মেরি কম। শুরুর দুটি রাউন্ডে লড়াই কঠিন হলেও তৃতীয় রাউন্ডে তুখর পারফর্ম্যান্সে বাজিমাত করেন মেরি। তারপর আর ফিরে তাকাতে হয়নি।