Last Updated: Thursday, September 27, 2012, 14:36
বাড়িতে বানানো গরম ফুলকো রুটির তুলনাই হয় না। কিন্তু বাসি হয়ে গেলেই সেই রুটিই পড়ে থাকে হেলায়। সকালে বানানো রুটিও বিকেলে খেতে চায় না কেউই। তবে এবার থেকে সকালের রুটি থেকে গেলেও চিন্তার কিছু নেই। ফেলে না দিয়ে তাই দিয়েই বিকেলে বানিয়ে ফেলুন চাপাটি নুডলস। চাইনিজ ফ্লেভারের চাপাটি নুডলস বানানো যেরকম সহজ, ঠিক সেরকমই সহজপাচ্যও।