চার রাজ্যের বিধানসভা - Latest News on চার রাজ্যের বিধানসভা| Breaking News in Bengali on 24ghanta.com
চার রাজ্যে বিজেপির জয়জয়কার, লোকসভা নির্বাচনেও কি দেখা যাবে একই চিত্র? পক্ষে-বিপক্ষে চলছে চাপানউতোর

চার রাজ্যে বিজেপির জয়জয়কার, লোকসভা নির্বাচনেও কি দেখা যাবে একই চিত্র? পক্ষে-বিপক্ষে চলছে চাপানউতোর

Last Updated: Sunday, December 8, 2013, 17:10

চার রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়জয়কার। ২০১৪ সালের লোকসভা ভোটের আগে এই বিধানসভা নির্বাচনকে সেমিফাইনাল হিসেবে ধরা হচ্ছিল। প্রশ্ন উঠেছে, আগামী লোকসভা ভোটেও কি এই ট্রেন্ড বজায় থাকবে? এই প্রশ্নের স্বপক্ষে যুক্তি যেমন রয়েছে, তেমনই রয়েছে বিপক্ষের যুক্তি।দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। তার আগে উত্তর ভারতের হিন্দি বলয় জুড়ে বয়ে গেল গেরুয়া ঝড়। উচ্ছ্বসিত বিজেপি শিবির এখন দিল্লির মসনদকে পাখির চোখ দেখছে।