Last Updated: Tuesday, August 27, 2013, 20:51
ব্রিটেনের অজগাঁয়েও এখন চিকেন কারির জয় জয়কার। ১৭ হাজার ভারতীয় রেস্তোরাঁ রয়েছে সেখানে। ভারতের চিকেন কারি এখন ব্রিটেনের জাতীয় পদ। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী রবিন কুক নাকি একসময় কারিকে ব্রিটেনের জাতীয় পদের আখ্যা দিয়েছিলেন। সেই খাবার নিয়ে সটান কলকাতায় হাজির জেশি-বিদেশি শেফেরা।