চে গুয়েভারা - Latest News on চে গুয়েভারা| Breaking News in Bengali on 24ghanta.com
জুতোয় চে, নিন্দামুখর বামমহল

জুতোয় চে, নিন্দামুখর বামমহল

Last Updated: Saturday, October 15, 2011, 21:49

নিশ্চিত জীবনের স্বাচ্ছন্দ্যে আকর্ষণ ছিল না তাঁর। আদর্শ আর মানুষের মুক্তির টানে হেলায় প্রাণ বিলিয়ে দিয়েছেন। এমন কিংবদন্তি বিপ্লবীকে যে পুঁজিবাদী সমাজ জীবদ্দশায় গ্রহণ করতে পারেনি, সহ্য করতে পারেনি, সেই বামপন্থী নেতাই মৃত্যুর পর বিশ্বের কাছে হয়ে উঠলেন তারুণ্যের প্রতীক।