Last Updated: Friday, March 1, 2013, 14:10
গত বছরটা বলিউড ইতিহাসের ক্যালেন্ডারে পিন আপ করা থাকবে অবশ্যই। কারণটা বাণিজ্যিক। শত শত কোটির রেভিনিউ জেনারেট করে বলিউড এখন বড়লোক। তথাকথিত অন্য ধারার ছবি-র রিস্ক নিতে প্রস্তুত। এ বছর দর্শকও প্রস্তুত শুধু অন্য কিছু নয়, আরও কিছুর প্রত্যাশায়। ঠিক এই চাহিদা আর প্রাপ্তির দড়ি-টানাটানির মুহূর্তে ছ বলে ছটি ছক্কা মেরে ইতিহাস গড়ল কাই পো চে। এমন একটা অল-রাউন্ড কাজ, যেখানে কৃতিত্ব নেওয়ার জন্য খাবলা-খাবলি হবে না লেখক আর প্রোডিউসারের। পুরো কৃতিত্ব ভাগাভাগি হবে ক্যামেরার পেছনের আর সামনের মানুষগুলোর সঙ্গে।