চৈত্র সেল - Latest News on চৈত্র সেল| Breaking News in Bengali on 24ghanta.com
নতুন শুরুর ব্যস্ততায় মাতল শহর

নতুন শুরুর ব্যস্ততায় মাতল শহর

Last Updated: Sunday, April 14, 2013, 20:29

নববর্ষের ঠিক আগে ছুটির দিন রবিবারেও গড়িয়াহাট, হাতিবাগানে হাঁটা দায়। ভ্যাপসা গরম দূরে সরিয়ে শেষ বেলায় চৈত্র সেলের কেনাকাটা সারতে দিনভর ব্যস্ত শহর। কাঠফাটা রোদ্দুর, ভ্যাপসা গরম আর বাসে-ট্রামে গুতোগুতি। তবুও থেমে নেই কেনার হিড়িক। হাতে আর মাত্র একটা দিন। কেনাকেটা সারতে হবে আজই। যে কোনও মূল্যে।