Last Updated: Sunday, December 18, 2011, 23:06
দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার, মগরাহাটের মতো বিভিন্ন অঞ্চলে বেআইনি মদের ভাটি পিছু পুলিসকে মাসে পঁচিশ হাজার টাকা দিতে হয়। এভাবেই, ওই এলাকায় চোলাই মদের ব্যবসা চালাচ্ছিল খোঁড়া বাদশা। উপরি পাওনার উত্স যাতে বন্ধ না হয়, সেজন্য চোলাইয়ের কারবার ঠেকাতে পুলিস কোনও উদ্যোগ নেয় না বলে অভিযোগ।