Last Updated: Wednesday, May 21, 2014, 14:27
এভারেস্ট জয়ী পর্বতারোহী ছন্দা গায়েনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ১৮ মে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ হাওড়ার কোনার বাসিন্দা বছর তিরিশের ছন্দা গায়েন। দ্বিতীয় শৃঙ্গ জয় করতে গিয়ে দুর্ঘচনার কবলে পড়লেন বাঙলার গর্বের ছন্দা। ছন্দার সঙ্গে দুর্ঘটনার কবলে পড়েছেন আরও দুই শেরপা। আশঙ্কা করা হচ্ছে তুষরাঝড়ের কবলে পড়েছেন ছন্দারা। গোটা বাংলা উদ্বেগে রয়েছে ছন্দার জন্য।