Last Updated: Friday, April 5, 2013, 21:56
নেতা সুদীপ্ত গুপ্ত মৃত্যুর ঘটনায় বাস মালিক ও বাসচালক-কে কাঠগড়ায় দাঁড় করিয়ে পিঠ বাঁচানোর চেষ্টা করছে পুলিস। অভিযোগ বাসমালিক সংগঠনের। এবার পুলিসকে এই ধরণের সভা-সমাবেশে বাস না দেওয়ার সিদ্ধান্ত নিল তারা। পাশাপাশি পুলিসের বিরুদ্ধে পাল্টা মামলার সিদ্ধান্তও নিয়েছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। সুদীপ্ত গুপ্ত মৃত্যু মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাসের চাকা থেকে রং। কোনওকিছুই পরিবর্তন করা যাবেনা। এই মর্মে বৃহস্পতিবার বাসের মালিক তারকমনি পান্ডেকে ৬ লক্ষ টাকার বন্ড সই করার নির্দেশ দেয় ব্যাঙ্কশাল কোর্ট।