Last Updated: Sunday, November 17, 2013, 12:17
পুরভোটকে ঘিরে হাওড়ার ছাপাখানাগুলিতে দারুন ব্যস্ততা। অর্ডার সময় মতো পৌঁছে দিতে নাওয়াখাওয়া ভুলে কাজ করছেন ছাপাখানার কর্মীরা। হরেকরকমের ফ্লেক্সের অর্ডার দিচ্ছে রাজনৈতিক দলগুলি। রয়েছে ব্যানারের অর্ডারও। একসময় ভোটপ্রচারের অন্যতম উপায় ছিল দেওয়াল লিখন, পোস্টার। কিন্তু সেদিন এখন অতীত। ফলে চাহিদা অনুযায়ী ফ্লেক্স, ব্যানারের যোগান দিতে দম ফেলার ফুরসত্ নেই ছাপাখানার কর্মীদের।