Last Updated: Wednesday, January 9, 2013, 16:23
ভারতীয় ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপরেশন (ডিজিএমও) বুধবার পাকিস্তানি
অধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন। সেখানেই জম্মু-কাশ্মীর সীমান্তে
অনুপ্রবেশকারী পাক সেনার হাতে নিহত দুই জওয়ানের মৃত্যুর অভিযোগ করেছেন
ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল বিনোদ ভাটিয়া। আলোচনায় পাক ডিজিএমও
জেনারেল আশরফ নাদিন শান্তি চুক্তি ভঙ্গ করার অভিযোগ অস্বীকার করেছেন বলে
সেনা সূত্রে জানা গিয়েছে।