জখম বাউন্সার - Latest News on জখম বাউন্সার| Breaking News in Bengali on 24ghanta.com
শর্ট স্ট্রিটকাণ্ড: গুলিতে জখম বাউন্সারের চিকিৎ‍সায় অবহেলার অভিযোগ

শর্ট স্ট্রিটকাণ্ড: গুলিতে জখম বাউন্সারের চিকিৎ‍সায় অবহেলার অভিযোগ

Last Updated: Wednesday, November 13, 2013, 16:51

শর্ট স্ট্রিটে গুলিতে জখম বাউন্সার কৌশিক আঢ্যের চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলল তার পরিবার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি কৌশিক। ঘটনার পর ৪৮ ঘণ্টা কেটে গেলেও কোনও বিশেষজ্ঞ ডাক্তার এখনও পরীক্ষা করেননি তাঁকে। শুধুমাত্র স্যালাইন আর ব্যথা কমানোর ওষুধ দিয়েই চলছে চিকিত্‍‍সা। মাথায় ও চোখে গুলির আঘাতে গুরুতর জখম কৌশিকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।