Last Updated: Tuesday, November 20, 2012, 22:01
জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে জলপথে চন্দননগর গেলেন মুখ্যমন্ত্রী। পুজোর আনুষ্ঠানিক উদ্বোধনের পর বক্তব্য রাখছিলেন তিনি। কিন্তু, হঠাতই বিপত্তি। মুখ্যমন্ত্রীর মঞ্চে উঠে পড়ে একটা হনুমান। মুখ্যমন্ত্রীর দেহরক্ষীদের তখন রীতিমতো মাথায় হাত। কীভাবে সরানো যাবে হনুমানটাকে। কিন্তু, দেহরক্ষীদের বারন করে মুখ্যমন্ত্রীর অভয় বার্তা, ওকে সরানোর দরকার নেই। মা যে কখন কী রূপে ধরা দেয় কে বলতে পারে!