Last Updated: Sunday, April 15, 2012, 16:03
একের পর এক বিস্ফোরণ ও রকেট হামলায় কেঁপে উঠল আফগানিস্থানের রাজধানী কাবুল।
হামলা হয়েছে আফগান পার্লামেন্ট ও বেশ কয়েকটি দূতাবাসে। আট জায়গায় হামলা
হয়েছে বলে এখনও পর্যন্ত খবর মিলেছে। ন্যাটো ও আফগান বাহিনীর সঙ্গে জঙ্গিদের
তুমুল গুলির লড়াই চলছে।