জঞ্জাল কেলেঙ্কারি - Latest News on জঞ্জাল কেলেঙ্কারি| Breaking News in Bengali on 24ghanta.com
ত্রিফলার পর কলকাতা পুরসভায় এ বার জঞ্জাল কেলেঙ্কারি

ত্রিফলার পর কলকাতা পুরসভায় এ বার জঞ্জাল কেলেঙ্কারি

Last Updated: Saturday, August 24, 2013, 21:34

ত্রিফলার পর ফের বড়সড় আর্থিক কেলেঙ্কারি কলকাতা পুরসভায়। পুরসভার নিকাশি ও জঞ্জাল বিভাগের অভ্যন্তরীণ অডিটে আশি লক্ষ টাকার দুর্নীতি সামনে এসেছে। আর্থিক কেলেঙ্কারিতে পুরসভার বিভিন্ন বিভাগ ও কর্মীদের একাংশ যুক্ত রয়েছে বলে আশঙ্কা পুর আধিকারিকদের।