Last Updated: Thursday, November 14, 2013, 10:28
টানা দু`বার বিপুল ভোটে জিতে ক্ষমতায় এসেছেন। জনপ্রিয়তার শিখরে থাকা বারাক হুসেন ওবামার জনপ্রিয়তায় এবার ভাঁটার টান। কুইনিপেক বিশ্ববিদ্যালয়ের করা সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টের পক্ষে রায় দিয়েছেন মাত্র ৩৯ শতাংশ ভোটার। ওবামার জনপ্রিয়তার এহেন হালের জন্য তাঁর সাধের ওবামাকেয়ারের শুরুতেই মুখ থুবড়ে পড়াকেই দায়ী করেছে সমীক্ষাটি।