Last Updated: Sunday, February 9, 2014, 08:48
বাথরুমে আটকে গেলে আপনি কী করবেন? হয় দরজা ধাক্কাবেন, নয়ত চিলচিত্কার জুড়ে দেবেন সাহায্যের আশায়। তবে এসবের ধারপাশ দিয়েও যাননি সোচি অলিম্পিকে যোগদানকারী মার্কিন ববস্লেডার জনি কুইন। বাথরুমের বদ্ধ অবস্থা থেকে মুক্তি পেতে গোটা দরজাটাই ভেঙে ফেলেছেন তিনি।