Last Updated: Wednesday, April 24, 2013, 13:02
ক্রিকেটের ভগবানের ৪০ তম জন্মদিনটা কাটছে কলকাতায়। সচিন কেক কেটে জন্মদিন পালন করছেন। আপনিও সচিনদের সেই কেক কাটার সঙ্গী থাকুন। জানান সচিনকে জন্মদিনের অভিনন্দন। সেই সঙ্গে লিখুন সচিনকে নিয়ে আপনার সেরা স্মৃতি।