Last Updated: Wednesday, August 28, 2013, 13:17
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী আজ। মানে শ্রীকৃষ্ণর হ্যাপি বার্থডে। যাঁরে প্রেমে এমনিতেই মাতোয়ারা গোটা বিশ্ব, যাঁর ভক্তকূল ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে। তাঁর জন্মদিনে মানে যে সারা পৃথিবী মাতবে কৃষ্ণপ্রেমে তা বলাই বাহুল্য।