Last Updated: Saturday, April 7, 2012, 10:14
বৃষ্টি হলেই দুর্ভোগের জলছবি ফুটে ওঠে কলকাতার ক্যানভাসে। জলমগ্ন রাস্তা। ভেসে যাওয়া ট্রাম লাইন। জমা জলে গোঁত্তা খাওয়া অফিসটাইমের ব্যস্ত জনজীবন। বছর বদলালেও, এই শহরে বৃষ্টিতে হয়রানির ছবিটা বদলায় না। অথচ শহরের নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে একযোগে কাজ করে চলেছে কেএমসি এবং কেইআইপি।