Last Updated: Saturday, May 18, 2013, 20:02
চিটফান্ড প্রতারণার তদন্তে সারদা গোষ্ঠীর বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেল বিধাননগর পুলিস। বিধাননগর পুলিস সূত্রে খবর, রাজ্যের ১২টি জেলায় ২৫৬টি প্লটে প্রায় ১৭ হাজার ৫০০ ডেসিমেল জমি রয়েছে সারদা গোষ্ঠীর। এছাড়া পশ্চিমবঙ্গের বাইরেও একাধিক রাজ্যে জমি রয়েছে সারদা গোষ্ঠীর। সারদা গোষ্ঠীর স্থাবর সম্পত্তির বিস্তারিত তথ্য চব্বিশ ঘণ্টার হাতে।