Last Updated: Tuesday, October 22, 2013, 19:29
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডের জম্মুকাশ্মীর সফরের দিনেও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। পাকিস্তানের একের পর এক সংঘর্ষবিরতি লঙ্ঘনে কড়া পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিলেন সুশীলকুমার শিন্ডে। সাম্বা সেক্টরের পরিস্থিতি পরিদর্শনের পর বিএসএফের সঙ্গে বৈঠক করেন শিন্ডে। নয়দিনে ২৭ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এই পরিসংখ্যান উদ্বেগে ফেলেছে নয়াদিল্লিকে। পরিস্থিতি যে ক্রমেই ঘোরালো হয়ে উঠছে তারই প্রমাণ সাম্বা সেক্টর।