Last Updated: Saturday, October 1, 2011, 11:06
চিনের সাহায্য নিয়ে দেশের উত্তরাংশে ইরাওয়াড়ি নদীর উপর জলবিদ্যুত্ কেন্দ্র তৈরির পরিকল্পনা নিয়েছিল থেন সিন সরকার। কিন্তু তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যায়। ওই প্রকল্প বহু মানুষকে উদ্বাস্তু করার পাশাপাশি পরিবেশও ধ্বংস করবে বলে অভিযোগ ওঠে। ঠিক ছিল, প্রকল্পের জন্য বাঁধ তৈরি করবে চিনের একটি সংস্থা। প্রকল্পের বেশির ভাগ বিদ্যুত্ও চিনেরই পাওয়ার কথা ছিল। তাতে অবশ্য মায়ানমারের একটা বিস্তীর্ণ এলাকা (আকারে প্রায় সিঙ্গাপুরের সমান) ভেসে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন পরিবেশকর্মীরা।