জলি এলএলবি - Latest News on জলি এলএলবি| Breaking News in Bengali on 24ghanta.com
জাস্টিস মিলনা মুশকিল হি নেহি, মুমকিন ভি হ্যায়!

জাস্টিস মিলনা মুশকিল হি নেহি, মুমকিন ভি হ্যায়!

Last Updated: Tuesday, March 19, 2013, 18:43

আমাদের দেশের সবচেয়ে দ্রষ্টব্য ভুলভুলাইয়া কোনও টুরিস্ট স্পট নয়, বিচারব্যবস্থা। ল অ্যান্ড অর্ডার সিস্টেম। সর্বনেশে আইনকানুনের নাড়িভুঁড়ি বের করে আনলেন পরিচালক সুভাষ কপূর। কমেডি নয়, সিরিয়াসও নয়, একটা আজব টেকনিকে মেলে ধরলেন ফাস গয়ে রে ওবামা-র পরিচালক, দর্শকের কাছে যে-ভাষাটা বোধগম্য, অতি সহজবোধ্য। দ্বিতীয় যে কারণে এ ছবি একটা তৃতীয় মাত্রা পাবে তা অবশ্যই, বোমান ইরানি-আর্শাদ ওয়ার্সি দ্বন্দ্ব-সমাস।