Last Updated: Wednesday, September 25, 2013, 11:37
নতুন রূপে সামনে আসতে চলেছে রাশিয়ার জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতকে জনপ্রিয় করতে তাতে গলা মিলিয়েছেন দেশের তরুণ পপস্টাররা। মস্কোর স্টুডিওয় হইহই করে হয়ে গেল রেকর্ডিং। নতুন রূপে সামনে আসতে চলেছে রাশিয়ার জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতকে জনপ্রিয় করতে তাতে গলা মিলিয়েছেন দেশের তরুণ পপস্টাররা। মস্কোর স্টুডিওয় হইহই করে হয়ে গেল রেকর্ডিং।