Last Updated: Sunday, September 30, 2012, 20:43
জার্মান কোচের সঙ্গে কথা শুরু করে দিলেন মোহনবাগান কর্তারা।আই লিগ শুরুর আগেই সন্তোষ কাশ্যপকে ঘিরে অসন্তোষ বাড়তে শুরু করেছে মোহনাবাগানে।সম্ভবত আই লিগের প্রথম চারটি ম্যাচই লাইফ লাইন হতে চলেছে তাঁর। ইদানিংকালে কোনও কোচকেই তাড়ায়নি মোহনবাগান।