Last Updated: Sunday, July 7, 2013, 20:43
পুণের জার্মান বেকারিতে বিস্ফোরণের সময়েই বৌদ্ধগয়ায় বিস্ফোরণের ছক কষা হয়েছিল। তখনই বৌদ্ধগয়ার রেকি সেরে রেখেছিল জঙ্গিরা। ২০১২ সালে, দিল্লিতে গ্রেফতার ৩ ইন্ডিয়ান মুজাহিদির জঙ্গিকে জেরা করে একথা জানতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তখনই সতর্ক করা হয়েছিল বিহার সরকারকেও। যদিও তারপরেও রোখা যায়নি নাশকতা।