Last Updated: Sunday, December 1, 2013, 18:42
গ্রেফতার হওয়ার ২৩ ঘণ্টা পর জামিন পেয়ে গেলেন মালদার জেলাশাসক জি কিরণকুমার। চারদিন পুলিস হেফাজত হওয়া সত্ত্বেও, আজ তাঁকে আদালতে পেশ করা হয়। জামিনের বিরোধিতা করেনি রাজ্য সরকারও। এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটিতে ৭০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে গতকাল শনিবার তাঁকে গ্রেফতার করে শিলিগুড়ি কমিশারিয়েট।