Last Updated: Saturday, August 31, 2013, 09:32
গতবছর শীতে দেশ দেখেছিল প্রতিবাদের নতুন ভাষা। ১৬ ডিসেম্বর দিল্লি গণধর্ষণকাণ্ডের প্রথম রায় ঘোষণা হবে আজ। ঘটনার ৯ মাস পর জুভেনাইল জাস্টিস বোর্ড নাবালক অভিযুক্তকে রায় শোনাবে। নির্যাতিতা তরুণী ও তাঁর বন্ধুকে বাসে ওঠার জন্য বলেছিল এই অভিযুক্ত, দিল্লি পুলিসের এস আই টি জানিয়েছে অন্য পাঁচ অপরাধীদের অপরাধে প্ররোচনা দিয়েছিল ১৭ বছরের ছেলেটি।