Last Updated: Thursday, November 21, 2013, 10:44
বেঙ্গালুরুর এটিএমকাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এটিএম-এর নিরাপত্তাহীনতার ছবিটা। কলকাতার অবস্থাও যে খুব ভাল নয়, বরং একই রকম, তার প্রমাণ পাওয়া গেল বুধবার দিনভর। শহরের বিভিন্ন প্রান্তে। বেঙ্গালুরুর জে সি রোডের এটিএমে আততায়ী হামলার পর আমরা কলকাতার এটিএমগুলির অবস্থা খতিয়ে দেখতে বেরিয়েছিল ২৪ ঘণ্টা।