জেলা সিপিআইএম - Latest News on জেলা সিপিআইএম| Breaking News in Bengali on 24ghanta.com
লক্ষ মানুষের সমাবেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তা সিপিআইএমর

লক্ষ মানুষের সমাবেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তা সিপিআইএমর

Last Updated: Monday, October 1, 2012, 19:21

উত্তর ২৪ পরগণা জেলা সিপিআইএমের ডাকা সমাবেশকে ঘিরে কার্যত জনজোয়ারে ভাসল কলকাতা। সমাবেশে যোগ দিতে সকাল থেকেই উত্তর ২৪ পরগণার বিভিন্ন জায়গা থেকে মিছিল করে সভাস্থলে আসেন মানুষ। কলকাতা পুলিসের মতে সোমবারের সমাবেশে প্রায় ১ লক্ষ ৭০ হাজার মানুষের জমায়েত হয়েছিল রানি রাসমনি অ্যাভেন্যুয়ে। থিকথিকে ভিড়ে ঠাসা জেলা সিপিআইএমএর সমাবেশ থেকে উঠে এসেছে রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তাই।