Last Updated: Tuesday, August 6, 2013, 22:12
পঞ্চায়েত নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নজিরবিহীন ভাবে ১০ জেলার জেলা শাসককে বদলি করল রাজ্য সরকার। দার্জিলিংয়ের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বদলি হলে সেখানকার জেলা শাসক সৌমিত্র মোহন। ১০ জন জেলা শাসক সহ মোট ২৩ জন আধিকারিককে বদলি করল সরকার।