জোকা হাসপাতাল - Latest News on জোকা হাসপাতাল| Breaking News in Bengali on 24ghanta.com
জোকার হাসপাতালে রোগীর মৃতদেহ খুবলে খেল ইঁদুর

জোকার হাসপাতালে রোগীর মৃতদেহ খুবলে খেল ইঁদুর

Last Updated: Sunday, November 10, 2013, 20:30

ফের হাসপাতালে রোগীর মৃতদেহ খুবলে খেল ইঁদুর। এবার জোকা ই এস আই হাসপাতালে। ছয় নভেম্বর আত্মহত্যা করেন জনৈক মহম্মদ ফারুক। ই এস আই হাসপাতালের মর্গে তাঁর মৃতদেহ রাখা ছিল। মর্গে মৃতদেহ খুবলে খায় ইঁদুর। খবর ছড়িয়ে পড়তেই চরম অস্বস্তিতে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার দায় স্বীকার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়।