Last Updated: Saturday, May 25, 2013, 13:15
ফের আত্মঘাতী কৃষক। এবার মুর্শিদাবাদের বড়ঞায়। গতকাল রাতে আত্মহত্যা করেন বোরোধান চাষী বলরাম ঘোষ। নিজের দুই বিঘা জমিতে ধান চাষ করেছিলেন বলরামবাবু। এরজন্য বাজার থেকে ৪০ হাজার টাকা ঋণও নিয়েছিলেন তিনি। কিন্তু অসময়ের বৃষ্টিতে জল জমে যায় জমিতে। নষ্ট হয়ে যায় সব ফলন।